একই সাথে পাঁচ সন্তানের জন্ম

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৬ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ পূর্বাহ্ণ

photo-1461120691

অবশেষে দীর্ঘ ১২ বছরের পর সব অপমানের পাশ কাটিয়ে এবার আরজিনার ঘর আলো করে এসেছে পাঁচটি সন্তান। সেই সাথে ঘুচেছে আরজিনার বন্ধ্যত্বের অপবাদ ।  সবাইকে অবাক করে দিয়ে একইসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যে শ্বশুরবাড়ির লোকজন আরজিনাকে দেখতেই পারত না, এখন সেখানেই বইছে আনন্দের বন্যা।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের আরজিনা বেগম। একই এলাকার শেরেগুল ইসলামের (৩৫) সঙ্গে আরজিনার বিয়ে হয় প্রায় ১২ বছর আগে। বিয়ের প্রায় এক যুগ পেরিয়ে গেলেও সন্তান জন্ম দিতে পারছিলেন না তিনি। ফলে সমাজের নানা গঞ্জনার শিকার হতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে ছিল শ্বশুরবাড়ির লোকজনের অপবাদ।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন আরজিনা।

জানা যায়, গতকাল প্রসব বেদনা শুরু হলে বিকেলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৯টার দিকে গাইনি চিকিৎসক সিরাজুম মুনিরা ডেইজির নেতৃত্বে একদল চিকিৎসক সফল অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচটি সন্তান প্রসব করান। এর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে।

খবর পেয়ে আরজিনার শ্বশুর আবদুল সফু শেখ এখন মহাআনন্দিত। সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে আসেন প্রয়োজনীয় ওষুধপত্রসহ পরিচর্যার অন্যান্য সামগ্রী। খুশি আরজিনার স্বামী শেরেগুল ইসলামও। তিনি ঢাকার ইবাইস গার্মেন্টসে কর্মরত থাকলেও এখন ছুটি নিয়ে স্ত্রীর পাশে রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আজমীর আহমেদ জানান, সব বাচ্চাই সুস্থ রয়েছে। বাচ্চাদের ওজনও ভালো। তবে একটি সন্তান কিছুটা দুর্বল। তবে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/রাসিব

=======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G