কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশঃ অক্টোবর ১, ২০১৬ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

photo-1475318712গম আমদানির নামে ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় মুজিবর রহমান খান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 শনিবার নগরীর খালিশপুরের বাসা থেকে গ্রেপ্তারের পর তাঁকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

মেসার্স মুজিবর রহমান খান নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুজিবর রহমান খান একজন আমদানিকারক। দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল হাই জানান, ২০১১ সালের নভেম্বর মাসে গম আমদানি করতে প্রিমিয়ার ব্যাংক খুলনা শাখা থেকে ঋণপত্রের (এলসি) বিপরীতে ১০২ কোটি টাকা ঋণ নেন মুজিবর রহমান খান। ২০১২ সালের ৭ জানুয়ারি ২৩ হাজার ৬২৫ টন গম আমদানি করেন। কিন্তু ব্যাংকের কোনো অর্থ পরিশোধ না করায় ব্যাংকের অভিযোগের ভিত্তিতে দুদক খুলনা তাঁকে গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করে। গত ৭ জুন দুদক এই মামলাটির তদন্ত শুরু করে।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G