ক্ষেতের হাসিতে হাসছে কৃষক

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ণ

image_41_1699শীতের আগমনী বার্তায় গ্রামবাংলার ফসলের ক্ষেতে এখন সবুজের সমারোহ । মৌসুমী সবজির ফলন নিয়ে সন্তুষ্ট চাষিরা। সোনালী ভবিষ্যতের আশায় তারা রঙিন স্বপ্নের জাল বুনছেন।

চাষিরা বলছেন, বর্ষায় যে ক্ষতি হয়েছে, শীতকালীন সবজি দিয়ে তা পুষিয়ে নিতে চান তারা। ফসলের ক্ষেতে শিশির ভেজা সকাল জানান দেয় শীতের আগমনী বার্তা।

 

 

তাই, দম ফেলার সময় নেই যশোরের কৃষকদের। সবুজ মাঠে এখন শুধুই শীতের সবজি। সিম, কাকরল, বাধাকপি, ফুলকপি মূলাসহ সবই চাষ হচ্ছে।

গেলো বর্ষায় যেটুকু ক্ষতি হয়েছে, তা পুশিয়ে নিতে আগাম সবজি চাষে ঝুকেছেন এ জেলার চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুরসহ আশপাশের বেশিভাগ এলাকার কৃষকরা।

স্থানীয় বাজারেও শীতের হরেক রকম সবজির সরবরাহ বেশ। তবে দাম-দরে কিছুটা ফারাক থাকলেও, অসন্তুষ্ট নন ব্যবসায়ী ও ভোক্তারা।

স্থানীয় কৃষি অধিদপ্তর বলছে, এবার শীতের আগেই বাজারে অনেক জাতের সবজি এসেছে। এবার জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে শীতকালিন আগাম সবজি চাষ হয়েছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G