ঘরে বসেই ইসলামী শিক্ষার সুযোগ পাচ্ছে নিউইয়র্কের শিশুরা

প্রকাশঃ জুলাই ২, ২০২৫ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

নিউইয়র্কসহ পুরো আমেরিকায় ইসলামিক শিক্ষা গ্রহণ করা অনেক মুসলিম পরিবারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যথাযথ ইসলামিক পরিবেশ ও দক্ষ শিক্ষকের অভাবে অনেক শিশুই মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে দ্বীনি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট সমাধানে এগিয়ে এসেছে আন্তর্জাতিক অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান Itiqad Academy

ঘরে বসেই ইসলামিক শিক্ষা—একটি নতুন সম্ভাবনা
Itiqad Academy এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিশুরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইসলাম ও নৈতিক শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠানটি কুরআন শিক্ষা, হিফয, তাফসির, সীরাহ্, আরবি ভাষা, ফারযুল আইন (বেসিক ইসলাম), বাংলা, ইংরেজি ও বেসিক ম্যাথ সহ বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাস পরিচালনা করছে। শুধু শিশুদের জন্যই নয়, বড়দের দ্বীনি জ্ঞানার্জনের জন্যও এখানে রয়েছে পৃথক কোর্স ও প্রশিক্ষণ। ফলে একই পরিবারের সবাই একসঙ্গে দ্বীনি শিক্ষার সুযোগ পাচ্ছে, যা Itiqad Academy-কে একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। জানা যায়, প্রতিষ্ঠানটিতে শিশুদের সাইকোলজিকে সামনে রেখে ক্লাস পরিচালনা করার কারণে কোন শিশুকে জোর করে ক্লাসে বসানোর প্রয়োজন হয় না। বরং শিক্ষার্থীরা অধীর আগ্রহে ক্লাসের জন্য অপেক্ষা করে।

বিশ্বব্যাপী সাড়া ফেলেছে Itiqad Academy
Itiqad Academy-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মাহমুদুল হক একজন সুপ্রশিক্ষিত আলেম। দাওরায়ে হাদীস সমাপ্তির পর তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব ও অ্যারাবিক লিটারেচার বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেন। ইসলামের মহান দাওয়াহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তিনি ১৯ জন দক্ষ ইন্সট্রাক্টরের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গড়ে তুলেছেন, যারা শিক্ষার্থীদের সাইকোলজির প্রতি লক্ষ্য রেখে প্রায় ০৫টি ভাষায় ১৫টি দেশের শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করছেন। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে একাডেমিতে জানতে চাইলে জানানো হয়,
Itiqad Academy-তে ভর্তি হতে চাইলে প্রক্রিয়াটি খুবই সহজ। আগ্রহীরা ফেসবুক পেজে মেসেজ করে বা WhatsApp (+8801827878220) নম্বরে যোগাযোগ করলেই ট্রায়াল ক্লাসের সুযোগ পাবেন এবং সেখান থেকে ভর্তি নিশ্চিত করা যাবে।

Itiqad Academy নিউইয়র্কের মুসলিম পরিবারের জন্য একটি আশীর্বাদ:
নিউইয়র্কের ব্যস্ত নাগরিক জীবনে দ্বীনি শিক্ষার এই সুবিধা সত্যিই এক আশীর্বাদ হয়ে উঠেছে। শিশুরা যেমন তাদের মৌলিক ইসলামিক শিক্ষা পাচ্ছে, তেমনি বড়রাও নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন। Itiqad Academy ধীরে ধীরে বিশ্বব্যাপী ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়ে উঠছে।

                                                                                    ———————

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G