ঘরে শিশু শ্রমিকদের অমানবিক নির্যাতন করা হচ্ছে

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

ঘরে শিশু শ্রমিকদের অমানবিক নির্যাতন করা হচ্ছে তা বন্ধ করতে হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে শ্রমিক লীগ।

ওবায়দুল কাদের বলেন, দেশে সড়ক দুর্ঘটনার জন্য অতিরিক্ত শ্রমই দায়ী। চালকদের আট ঘণ্টা শ্রম নিশ্চিত করতে হবে যাতে তারা ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারে। এতে অনেক দুর্ঘটনা কমে আসবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়ে। দেশে নজিরবিহীন উন্নয়ন হয়। অন্যদিকে বিএনপি ক্ষমতা এলে শ্রমিকদের পেটে লাথি মারে। শ্রমিকদের রক্ত ঝরে। দেশের কল-কারখানা বন্ধ হয়ে যায়।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের দাবি-দাওয়া পূরন করেছেন। শ্রমিকদের উন্নয়নে কাজ করছেন।

হানিফ বলেন, আগামী নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। এ জন্য সকলকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G