ছাগলও মরেনি, মানহানিও হয়নি : প্রতিমন্ত্রী

প্রকাশঃ আগস্ট ২, ২০১৭ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় আরেক সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার।

তবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিবিসি বাংলা-কে বলেছেন, এ ঘটনায় তার মানহানি হয়েছে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, ‘সেটা আমি মনে করি না। আমার কাজ ঠিক থাকলে এতে কিছু আসে-যায় না।’

তার বিতরণ করা ছাগল মারা যায়নি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সবগুলি ছাগল দেইনি। আমি যেটা দিয়েছি সেটা মারা যায়নি। মারা গেছে অন্য একটা ছাগল।’

এরকম একটা মামলায় একজন সাংবাদিককে গ্রেপ্তার করা কতটুকু যৌক্তিক হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যৌক্তিকতা… এ বিষয় সম্পর্কে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলেছি। যারা মামলা করেছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে- সেটা তো তাদের ব্যাপার। আমি তো কিছু বলতে পারব না।’
আইনি সুযোগ থাকলে এটা ‘মিট আপ’ করার ব্যাপারে উদ্যোগ নিতে পারেন বলে আভাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘লিটিগেশন মিটে’ গেলেই সবচেয়ে ভালো।

সোমবার দিবাগত গভীর রাতে স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আবদুল লতিফের মেয়ে মেহনাজ রেজা মিম্মা বলেন, ‘রাত আড়াইটার দিকে আমার আব্বুকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ ছিল, আমাদের ডুমুরিয়া থানার ওসি ছিল, আরো ২০/৩০ জনের মত মানুষ এসেছিল। দেয়াল টপকে তারা ঢোকে।’

তিনি বলেন, ‘তারা আমার রুমেও জোরে জোরে নক করে। আমি জানতে চাই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমাকে বাজেভাবে বলা হয়- কোথায় নিয়ে যাচ্ছি সেটা আপনার মায়ের কাছ থেকে জেনে নিয়েন।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, এফসিডিআই প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সম্প্রতি ডুমুরিয়ায় ছাগল বিতরণ করেন। এর মধ্যে এক ব্যক্তির ছাগল মারা যাওয়ার একটি নিউজ নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন আবদুল লতিফ মোড়ল।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G