জঙ্গিবিরোধী অভিযানে সীতাকুন্ডে ২জন নিহত, আহত ৩ পুলিশ

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৭ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

আজ বৃহস্পতিবার সকালে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় জানা যায়নি।

আহত তিন পুলিশ সদস্যের মধ্যে সোয়াটের দুজন রয়েছেন। তিনজনকেই চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাড়ি থেকে দুই নারী ও এক যুবককে উদ্ধার করা হয়েছে। বাড়িতে আটকে থাকা অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

সরেজমিন ঘুরে জানা যায়, দুই তলাবিশিষ্ট ছায়ানীড় নামে বাড়িটিতে আটটি ফ্ল্যাট রয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি।

আজ ভোর ৬টা ১০ মিনিট থেকে আবার অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর থেকেই পুলিশ সদস্যরা বাইরে থেকে গুলিবর্ষণ করেন। এর একপর্যায়ে ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এই বিস্ফোরণে সোয়াটের দুই সদস্যসহ তিন পুলিশ আহত হন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সিটিটিসির অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান জানান, কমপক্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। এখনো অভিযান অব্যাহত আছে।

সিটিটিসির এই কর্মকর্তা আরো জানান, ওই ভবনে কতজন জঙ্গি আছে, তা এখনো জানা যায়নি। তাদের নিরস্ত্র করার চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/রুবেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G