ঢাবি উপাচার্যের উপর হামলা, রেজিস্ট্রারকে অব্যাহতি

প্রকাশঃ জুলাই ১, ২০১৬ সময়ঃ ৫:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

zia1_40303
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা।  শুক্রবার বিকেল তিনটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় উপাচার্য গাড়ির ভেতরেই ছিলেন। তবে তিনি অক্ষত আছেন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ একটি স্মরণিকা প্রকাশ করে। এই স্মরণিকায়ি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদ্‌যাপন কমিটির সদস্যসচিব রেজাউর রহমানের লেখা ‘স্মৃতি অম্লান’ শিরোনামে নিবন্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরতে তিনি লিখেছেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’
এর প্রতিবাদে জুমার নামাজের পর মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা উপাচার্যের বাসভবনের সামনে তাঁর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে বাসায় ঢোকার পথে বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য আরেফিন সিদ্দিক। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। উপাচার্য গাড়ির ভেতরেই ছিলেন। এ সময় উপাচার্যের দেহরক্ষী আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করে বিফল হন। পরবর্তীতে উপাচার্য গাড়ি নিয়ে বাসভবনে ঢুকতে সক্ষম হন।
এর আগে দুপুরে টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চলকালে রেজাউরের লেখাটি ছাত্রলীগের কয়েকজন নেতার দৃষ্টিতে আসে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগ নেতা ও শিক্ষকেরা প্রতিবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই স্মরণিকা বাজেয়াপ্ত করার ঘোষণা দেন। একই সঙ্গে স্মরণিকা কমিটিও বাতিল ঘোষণা করেন। সভা শেষে দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে তার কার্যালয়ে তালাবন্দী করে রাখেন। প্রতিবাদে স্মরণিকায় আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ঘটনাস্থলে গিয়ে রেজাউর রহমানকে তালামুক্ত করে বের করে নিয়ে যান।
শেষ খবর পর্যন্ত জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও তাদের বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে। তবে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি’ লেখার অপরাধে সংশ্লিষ্ট সবাইকে অব্যাহতি ও বিচারের আওতায় আনতে হবে অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি উচ্চরণ করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G