পরীক্ষা বন্ধে রাবির তালায় সুপার গ্লু

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rabiছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যে ক্লাস-পরীক্ষা বন্ধের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ভবনের ফটকের তালায় ‘সুপার গ্লু’ দিয়ে আটকে দেওয়ার ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবন, মমতাজউদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্র ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনের বিভাগীয় অফিস এবং কিছু বিভাগের শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু লাগানো দেখা যায়।

শনিবার সকালে এ ঘটনা জানাজানির পর তালাগুলো ভেঙে ফেলা হয়।

আইন বিভাগের শিক্ষক প্রফেসর এম আহসান কবির বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিভাগে কয়েকটি বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে অফিসকক্ষের তালায় আঠা লাগানো থাকায় সময়মতো পরীক্ষা শুরু করতে পারিনি আমরা। যাদের পরীক্ষা নেওয়ার কথা তারাও সবাই আসেনি। এক কথায় এ ঘটনায় আমি স্তব্ধ।

শুক্রবার রাতে সুপার গ্লু লাগানো হয়েছে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রক্টর তারিকুল হাসান বলেন, রাতে একাডেমিক ভবনের কিছু কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়েছিল ছাত্রদলকর্মীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের প্রতিবাদে শনিবার থেকে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

প্রতিক্ষণ /এডি/মারুফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G