বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

প্রথম প্রকাশঃ অক্টোবর ১, ২০২৫ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বুধবার দুপুর ১২টার আগে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র তুলে নেন তিনি।

বুধবার সকালে তামিম বিসিবি ভবনে উপস্থিত হন। তখনই ধারণা করা হচ্ছিল, তিনি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন। শেষ পর্যন্ত দেশসেরা এই ওপেনার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সময় মনোনয়নপত্র প্রত্যাহার করেন প্রার্থী ইসরাফিল খসরুও।

বিসিবির নিয়ম অনুযায়ী বুধবার দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। এরপর দুপুর ২টায় প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। ফলে দুপুর পর্যন্ত বোর্ড প্রাঙ্গণে টানটান উত্তেজনা বিরাজ করছে।

শুধু তামিম নন, আরও কয়েকজন প্রার্থী শেষ মুহূর্তে সরে দাঁড়াতে পারেন বলে গুঞ্জন রয়েছে। নির্বাচনী শুরুর উচ্ছ্বাস থাকলেও শেষ সময়ে এসে অনেকেই প্রার্থিতা থেকে পিছিয়ে যাচ্ছেন। অভ্যন্তরীণ আলোচনার সূত্রে জানা গেছে, অন্তত আটজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা যোগ করেছে। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন দেশের ক্রিকেটে অবদান রাখার পর এবার প্রশাসনিক ভূমিকায় আসার সুযোগ ছিল তার সামনে। তবে শুরুতেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো ক্রিকেট মহলে বিস্ময় তৈরি করেছে এবং তার সিদ্ধান্তকে ঘিরে চলছে নানা আলোচনা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G