ব্রাজিল ‘সমাজতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধতা’ থেকে মুক্তি পেল: বোলসোনারো

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৯ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

ব্রাজিল ‘সমাজতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধতা’ থেকে মুক্তি পেল বলে মন্তব্য করেছেন দেশটির নতুন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভাষণে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটির দুর্নীতি, অপরাধ ও অর্থনৈতিক অব্যবস্থা নিয়ন্ত্রণেরও প্রতিশ্রুতি দেন তিনি।

ভাষণের আগে ব্রাজিল কংগ্রেসের এক যৌথ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেখানে উপস্থিত ছিলেন।

ভাষণে তিনি বলেন, “সমাজতন্ত্র, রাজনৈতিক শুদ্ধাচার থেকে ব্রাজিলের মুক্তি এখন থেকে শুরু হল।”‘দুর্নীতির জোয়াল, অপরাধ, অর্থনৈতিক দায়িত্বহীনতা ও মতাদর্শগত আনুগত্য থেকে জাতিকে মুক্ত করতে’ তাকে সাহায্য করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ব্রাজিল সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন বোলসোনারো অবসরের পর রাজনীতিতে নামেন। সাত মেয়াদ ধরে কংগ্রেসের সদস্য থাকা এই রাজনীতিক খোলাখুলি ১৯৬৪ থেকে ১৯৮৫ পর্যন্ত ক্ষমতায় থাকা ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের প্রশংসা করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে অস্বস্তি তৈরি করে রাখলেও প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী বোলসোনারো গণতান্ত্রিক নিয়মকানুন মেনে চলার অঙ্গিকার করেছেন।

বিনিয়োগকারীরা আশা করছেন, মুক্ত বাজারের পক্ষে বোলসোনারোর অবস্থান বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতিটিকে পুনরুজ্জীবিত করবে; কিন্তু তিনি আমাজন রেইন ফরেস্টের সুরক্ষা ব্যবস্থাগুলো ও ইতোমধ্যে বিশ্বের সর্বোচ্চ সংখ্যাক খুনের দেশে পরিণত হওয়া ব্রাজিলের বন্দুক আইন শিথিল করতে পারেন এ আশঙ্কায় পরিবেশবাদী ও অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো উদ্বিগ্ন।

অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাজিলের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে ক্ষুব্ধ ভোটাররা চরম ডানপন্থী বোলসোনারোর প্রতি সমর্থন জানিয়ে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

নির্বাচনী প্রচারণার সময় এক ছুরি হামলায় আহত হয়ে কয়েক সপ্তাহ হাসাপাতালে ছিলেন তিনি। এ কারণে তার শপথ অনুষ্ঠানকালে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

 

প্রতিক্ষণ/এডি/অন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G