ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে পাঁচজনের মৃত্যু
প্রতিক্ষণ ডেস্ক
ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নরসিংদী সদরের গাবতলীতে একটি বাড়ির সানশেড ধসে ওমর (১০) নামে এক শিশু মারা যায়। এ ঘটনায় ওমরের বাবা এবং দুই বোন আহত হয়েছেন। শুক্রবার সোয়া ১টার দিকে আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ওমর ও তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। পরিবারটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে নরসিংদীর গাবতলীতে ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, ভূমিকম্প অনুভূত হলে দেলোয়ার হোসেন তাঁর তিন সন্তানকে নিয়ে বাসা থেকে নিচে নামছিলেন, তখন সানশেড ভেঙে পড়ায় তারা আহত হন। দুই মেয়ের চিকিৎসা নরসিংদী সদর হাসপাতালে চলছে।
এ ছাড়া রাজধানীর বংশালে তিনজন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।












