WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

ভয়ঙ্কর সুন্দর রুপালি ড্র্যাগন ! ভয়ঙ্কর সুন্দর রুপালি ড্র্যাগন !

ভয়ঙ্কর সুন্দর রুপালি ড্র্যাগন !

প্রকাশঃ অক্টোবর ৫, ২০১৫ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দক্ষিণ চীনের হাংজৌ প্রদেশে প্রতিবছর সে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য: কিয়ানতাং নদীতে আসে ‘রুপালি ড্র্যাগন’ নামধারী বান, যা দেখতে জড়ো হন হাজার হাজার কৌতূহলী৷ প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের কিছু ছবি ও গল্প থাকছে আজ পাঠকদের জন্য।

ড্র্যাগন আসছে!

chin 1

হেমন্তের প্রথম পূর্ণিমায় আসে ‘রুপালি ড্র্যাগন’৷ প্রথমে দেখা যায় দিগন্তে একটা রেখা, পরে সেটা বাড়তে থাকে৷ তারপর শোনা যায় মেঘগর্জনের মতো আওয়াজ! ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি নিয়ে মেলট্রেনের মতো আসতে থাকে কিয়ানতাং নদীর বান৷

বান দেখতে ভিড়

chin 2

বান কত বড় বা উঁচু হবে, তা নির্ভর করে চাঁদের অবস্থিতি, বাতাস ও জলের তাপমাত্রার ওপর৷ বান ৯ মিটার অবধি উঁচু হতে পারে৷ বান দেখতে প্রতিবছর আসেন হাজার হাজার মানুষ৷

ভিজে একসা!

chin 3

যারা বান দেখতে এসেছেন, তাঁদের ভিজতে হবে, কেননা বান আসে কুল ছাপিয়ে৷ শুধু পা ভেজালেই চলবে না, কাপড়চোপড় ভিজে একসা!

বান ডাকলে…

chin 4

কোথায় নদী আর কোথায় কূল! মোটরসাইকেল, স্কুটার উল্টেপাল্টে, মানুষজনকে ভিজিয়ে আসে ‘রুপালি ড্র্যাগন’৷

ড্র্যাগনের কামড়chin 5

প্রতিবছর রুপালি ড্র্যাগনের ল্যাজ ঝাপটানোয় বেশ কিছু মানুষ আহত হন৷ ঢেউ-এর ঝাপটা যে কোথায়, কখন, কার উপর এসে পড়বে, বলা শক্ত৷ ২০১৩ সালের ছবি৷

ঢেউ যখন আছড়ে পড়ে

chin 6

এমনকি পুলিশও রেলিং আঁকড়ে প্রাণ বাঁচাতে আকুল! এ বছর দুজুয়ান ঘূর্ণিঝড়ের দাপটে বান খুব উঁচু ছিল৷

বান কিংবা ‘বোর’

chin 7

ইংরেজিতে নদীর বানকে বলে ‘বোর’৷ জোয়ার-ভাঁটায় পানির উচ্চতা যত বেশি হয়, ত-তই জোরালো হয় নদীর বান৷ তবে কিয়ানতাং নদীর ‘রুপলি ড্র্যাগনের’ মতো আর কিছু নেই, কেননা এখানে নদীবক্ষও অপেক্ষাকৃত সমতল৷ সব মিলিয়ে বান ডাকার সেরা জায়গা৷

সূত্রঃ ডয়েচে ভেলে

 

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G