মনোনয়ন না পেলেও দলের জন্য কাজের আহ্বান তারেক রহমানের

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০২৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এবারের মনোনয়ন পাবেন না, তারা থেকেও দলের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, “মনোনয়ন না পেলেও ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে। দলের জন্য যারা পরিশ্রম করছেন, তাদের মূল্যায়ন ভবিষ্যতে করা হবে।” সোমবার বিকালে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের প্রায় তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা বিকাল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়।

দলীয় সূত্র জানায়, সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং দীর্ঘদিন ধরে মাঠে থাকা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনেক প্রার্থী, যারা এবার মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি, সভায় উপস্থিত থেকে পুনরায় সুযোগের আবেদন করেছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G