মিরপুর টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

প্রথম প্রকাশঃ নভেম্বর ২০, ২০২৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর মিরপুরে দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। মাত্র দুই দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিক দল।

মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের প্রথম ইনিংস জমা হয় ৪৭৬ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে একশ রান পূরণের আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। দিনশেষে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে তারা। এখনো ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা, হাতে রয়েছে বাকি মাত্র ৫ উইকেট।

মিরপুর টেস্ট যেন মুশফিকুর রহিমকে ঘিরেই আবর্তিত হচ্ছে। ক্যারিয়ারের শততম টেস্টে নেমে দারুণ সেঞ্চুরিতে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ এই ব্যাটার। তার এই বিশেষ ম্যাচে জয়ের লক্ষ্যে দারুণভাবেই এগোচ্ছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার দিনের শুরুতে ব্যাট হাতে ভালো সূচনা করেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। তবে ঝড়ো ইনিংস বড় করতে পারেননি। খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন ২৬ বলে ২৭ রান করে। এরপর আন্দ্রে বালবার্নিকে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে ফেরান দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্পিনার হাসান মুরাদ। ৬০ বলে ২১ রান করেন বালবার্নি।

একটি পর একটি উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা। দলীয় ৭৯ রানে কেডি কারমাইকেলকে (১৭) বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। আর ৮৪ রানে এসে শূন্য রানে বোল্ড হন কার্টিস ক্যাম্ফার—হাসান মুরাদের দুর্দান্ত ডেলিভারিতে চতুর্থ উইকেটের পতন ঘটে। কিছুক্ষণ পর ৩৪ বলে ১৭ রান করা হ্যারি ট্যাক্টরকে ফেরান তাইজুল ইসলাম। এরপরই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

ম্যাচের বর্তমান অবস্থায় স্পষ্ট—বাংলাদেশ দারুণভাবে এগিয়ে আছে মিরপুর টেস্টে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G