মুক্তিযুদ্ধ নিয়ে গেম ‘হিরোজ অব ৭১’

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Heroes১৯৭১ সালে বাঙালিদের দুর্ধর্ষ সাহসিকতা এবং বীরত্বগাঁথা নিয়ে এবার তৈরি হয়েছে ‘হিরোজ অব ৭১’ নামক একটি গেম। ‘পোর্টব্লিস গেম’ নামক প্রতিষ্ঠান প্রথমবারের মতো সম্পূর্ণ মুক্তিযুদ্ধ নিয়ে গেমটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালের শনির চর নামক জায়গার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে গেমটিতে। দুই বছর ধরে একসঙ্গে কাজ করা দলের সদস্যরা প্রথম থেকেই চেয়েছিলেন, শুধু বাংলাদেশের মানুষের জন্য কোনো একটি গেম তৈরি করতে।

গেমটি আপাতত শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারীরা খেলতে পারবেন। তবে ধীরে ধীরে আইওএস, ওয়েব ও অন্যান্য প্ল্যাটফর্মেও গেমটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন পোর্টব্লিসের সদস্যরা। এক জিবি র‍্যামের যেকোনো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমেই গেমটি চলবে। স্টোরেজের মাত্র ৫০ মেগাবাইট জায়গা দখল করবে গেমটি।

প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ও ডেভেলপমেন্ট প্রধান মাশা মুস্তাকিম বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে গেম তৈরির কাজ করছি। তবে এবারই প্রথম মুক্তিযুদ্ধের আবহ নিয়ে আমরা হিরোজ অব ৭১ গেমটি তৈরি করলাম।’

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে গেমটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। গেমটিতে মুক্তিযোদ্ধাদের চরিত্রেই খেলতে পারবেন গেমাররা। গল্পের আবহে তৈরি গেমটি গুগল অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পাওয়া যাবে। পুরো গেমটির গল্প লিখেছেন ওমর রশিদ চৌধুরী। এ ছাড়া ডেভেলপমেন্ট এবং অন্যান্য কাজে ছিলেন রকিবুল আলম, আরিফুর রহমান, অপ্রতিম কুমার চক্রবর্তী, অভিক চৌধুরী, আবদুল জাওয়াদ, পাপনজিৎ দে, রেহাব উদ্দিন, তপেশ চক্রবর্তী ও প্রিয়ম মজুমদার। গেমসটি গুগল প্লে স্টোরে https://goo.gl/xSfQor ঠিকানায় পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G