মুক্তির অপেক্ষায় ‘শোভনের স্বাধীনতা’

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Shuvon

জনপ্রিয় তারকা ফেরদৌস ও নিপুণ অভিনীত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’ মুক্তি পেতে যাচ্ছে ১১ ডিসেম্বর। রশীদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন মানিক মানবিক। এরই মধ্যে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।

ছবিতে রাইয়ান নামে এক কিশোরকে দেখা যাবে শোভন চরিত্রে। আর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। নিপুণ অভিনয় করেছেন রাজাকারের মেয়ে ময়না চরিত্রে কিন্তু ময়না স্বাধীনতার সপক্ষে থাকেন। রাজাকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আতাউর রহমান। শোভনের মামির চরিত্রে চিত্রলেখা গুহ, বাবার চরিত্রে খায়রুল আলম সবুজ ও মায়ের চরিত্রে ওয়াহিদা মল্লিক অভিনয় করেছেন।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা মানিক মানবিক বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই অনেক যত্ন নিয়ে কাজটা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

অভিনেত্রী নিপুণ বলেন, ‘মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মানেই আমার কাছে অন্যরকম কিছু। কারণ আমি একাত্তর দেখিনি। সেই সময়কার ছবিতে যখন অভিনয় করি, তখন একটু সময়ের জন্য হলেও ভয়াবহতা আর দেশপ্রেমকে উপলব্ধি করতে পারি।’

চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার। ফেরদৌস ও নিপুণ ছাড়াও অভিনয় করেছেন আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, স্বাধীন খসরু, চৈতি, মাহমুদুল ইসলাম মিঠু, স্বদেশ সুমন ও রুদ্র রাইয়ান।

এরই মধ্যে মুক্তিযুদ্ধের আরও একটি চলচ্চিত্রে জুটি বেঁধেছেন এই দুই তারকা। প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘৫২ থেকে ৭১’ নামে একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তারা। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। এতে অভিনয় করবেন নিপুণ, ফেরদৌস ও অমিত হাসান প্রমুখ।

‘৫২ থেকে ৭১’ প্রসঙ্গে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘ভাষা সৈনিকের দুই ছেলেকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়েছে। তাদের একজন স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা এবং অন্যজন রাজাকার হয়ে যায়। আশা করছি চলচ্চিত্রটি তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে।’

উল্লেখ্য, ২০১২ সালে শোভনের স্বাধীনতা ছবির শুটিং শুরু হয়। পুরান ঢাকার রোজ গার্ডেন, হাটখোলা, কেরানীগঞ্জের কলাতিয়া, সোনারগাঁয়ের পানামসিটি, মুন্সীগঞ্জের কলাকুপা বান্দুরার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G