মুশফিকের শততম টেস্টে সেঞ্চুরির এক রান দূরে, মুমিনুলের ভরসা

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনি খেলেছেন ৯৯ রানে অপরাজিত থেকে। দিনের নির্ধারিত ৯০ ওভার শেষে মুশফিক এক রান দূরে থেকে শততম টেস্টে সেঞ্চুরি থেকে।

দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২৯৮ রানের মধ্য দিয়ে দিনের খেলা শেষ হয়। মুশফিকের সঙ্গী ছিলেন লিটন দাস, যিনি ফিফটির কাছে ছিলেন মাত্র ৩ রান দূরে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, “মুশফিকই সেঞ্চুরিটি অর্জন করতে পারবেন। মাঠে দেখেও মনে হয়নি তিনি কোনো স্নায়ুচাপে ভুগছেন। তিনি ১০০ ম্যাচ খেলার আগে যেমন স্বাভাবিক ছিলেন, আজও তেমনই ছিলেন। খুবই নরমাল ক্রিকেট খেলেছেন।”

মুমিনুল আরও জানান, “শেষে মনে হচ্ছিল আজই সেঞ্চুরিটি হবে। তবে আয়ারল্যান্ডের ক্রিকেটাররা খেলায় ইচ্ছাকৃত দেরি করছিল, তাই সম্ভব হয়নি। আমি খুব বেশি চিন্তিত নই, কারণ মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আছে। আগামীকালও তিনি থাকলে, ইনশাআল্লাহ সেঞ্চুরিটি হবে।”

দিনের শেষ ওভার শেষ হওয়ার পরও বাংলাদেশ আরও একটি ওভার খেলতে চেয়েছিল, কারণ মুশফিক ৯৯ এবং লিটন ফিফটির কাছে ছিলেন। তবে আইরিশরা সেই সুযোগ দেননি। মুমিনুল বলেন, “সবাই চাইত খেলা শেষ হওয়ার আগে মাইলস্টোনে পৌঁছাতে। ওরা কিছুটা ধীরগতি দেখাল। তবে এটি স্বাভাবিক।”

মুশফিকের শততম টেস্টে সেঞ্চুরি অনন্য রেকর্ডের মাত্র এক রান দূরে থেকে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা উত্তেজনায় অপেক্ষা করছেন আগামী দিনের খেলার জন্য।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G