যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি
প্রতিক্ষণ ডেস্ক
ফিলিস্তিন রাষ্ট্রকে একযোগে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্ত তাদের পররাষ্ট্রনীতিতে এক নতুন মোড় নির্দেশ করছে। আজ রোববার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর পাশাপাশি পর্তুগালও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। আগামীকাল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ একই উদ্যোগ নিতে পারে। ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ফ্রান্স।
তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা। তারা ফিলিস্তিনের রাষ্ট্র ধারণাকে ব্যর্থ করে দেওয়ার নানা কৌশল নিয়ে সক্রিয় হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে এক হাজার ২০০ জন নিহত ও ২৫০ জন জিম্মি হয়। এর প্রতিশোধ নিতে গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মধ্যেও গত ২৩ মাসে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় পশ্চিমা দেশগুলো বিকল্প সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে।
এক্সে দেওয়া বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা জাগিয়ে তুলতে এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।”
একইসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিখেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েল-ফিলিস্তিন উভয় রাষ্ট্রের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে অংশীদারিত্বের অঙ্গীকার করছে।”
জি–সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো। এটি আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।














