রোববার ঘুর্ণিঝড়ে রূপ নেবে নিম্নচাপ, নাম হবে ‘মন্থার’

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২৫ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি রোববার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থার’—থাই ভাষায় যার অর্থ ‘সুন্দর ফুল’। তবে আশার খবর হলো, এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ২৫৫ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ৩০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।  আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে রোববার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এর তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না। দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর কিছুটা উত্তাল রয়েছে।  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থার’ সোমবার আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূলে আঘাত হানতে পারে। তখন বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শেষভাগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এসব ঝড় এখন আরও ঘন ঘন ও অনিশ্চিত হয়ে উঠছে। তাই উপকূলের মানুষ ও জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G