শস্য চুক্তি স্থগিত : তুরস্ক অনুরোধ করেছে রাশিয়াকে

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক বলেছে যে রাশিয়া জাতিসংঘের মাধ্যমে শস্য চুক্তি স্থগিত করারও ইউক্রেন তার খাদ্য রপ্তানি অব্যাহত রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ইউক্রেনে রপ্তানি পুনরায় শুরু হয়েছে। ৩৫৪,৫০০ টন শস্য বহনকারী জাহাজ ৩১ অক্টোবর সোমবার রওনা হয়েছে। শস্য চুক্তি স্থগিত ঘোষণার পর থেকে খাদ্য সহায়তার জন্য মরিয়া দেশগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

রাশিয়া শনিবার চুক্তিটি স্থগিত করেছে, ক্রিমিয়ায় তার নৌ বহরে ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা হয়েছে। মস্কোর স্থগিত সিদ্ধান্ত সত্ত্বেও শস্যের কার্গো জাহাজগুলি ৩৫৪,৫৪০০ টন শস্য নিয়ে যাত্রা করেছে। ্যএটা  আগস্টে পর থেকে একদিনে সবচেয়ে বেশি শস্য পাঠানোর ঘটনা। তুরস্ক এই চুক্তির জন্য জাতিসংঘকে  সাহায্য করেছিল, তারা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে এখনও।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, “যদিও রাশিয়া দ্বিধান্বিত আচরণ করছে। কারণ তারা একই সুবিধা পায়নি। তবুও আমরা মানবতার সেবা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।”

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর সোমবার রুশ প্রতিপক্ষ সের্গেই শোইগুকে বলেছেন, মস্কোর উচিত তার অংশগ্রহণ স্থগিত করার বিষয়টি পূর্ণ বিবেচনা করা।’

দুই মন্ত্রীর মধ্যে একটি ফোন কলে, আকর শোইগুকে বলেছিলেন যে শস্য চুক্তিটি চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে ইউক্রেনের সংঘাত থেকে আলাদাভাবে প্রয়োগ করা উচিত, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G