শোলাকিয়া হামলার আসামি ১০ দিনের রিমান্ডে
প্রতিক্ষণ ডেস্কঃ
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় পুলিশের ওপর জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতারকৃত জাহিদুল হক তানিমকে (২৪) ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার রাতে তাকে অত্জেযন্লাত গোপনীয়তার সাথে প্রথম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুরশেদ জামান। পরে আদালতের বিচারক আবদুস সালাম খান তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া এ মামলার অপর আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন শরীফুল ইসলামকে (২২) সুস্থ হওয়ার পর দ্রুত আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশের ওপর জঙ্গি হামলা হয়। এ সময় তারা পুলিশের ওপর বোমা হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে জহিরুল নামে এক পুলিশ সদস্য মারা যান। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনছারুল নামে আরেক পুলিশ সদস্য মারা যান। এ সময় গোলাগুলিতে ঝর্ণা রানী ভৌমিক নামে স্থানীয় এক নারী নিহত হন। সে সময় পুলিশের গুলিতে আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া












