সাকিবের পাশে তাইজুলের নাম, শীর্ষে এখন দু’জনই

প্রথম প্রকাশঃ নভেম্বর ২১, ২০২৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে এতদিন একচ্ছত্র আধিপত্য ছিল সাকিব আল হাসানের। তার শিকার ২৪৬ উইকেট। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তাকে ধরে ফেলেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৫.৩ ওভার বোলিং করে ৬ মেইডেনসহ ৭৬ রানে ৪ উইকেট নিয়ে তিনি পৌঁছে গেছেন সাকিবের সমান উইকেটে।

দ্বিতীয় দিনে তাইজুল নিয়েছিলেন মাত্র এক উইকেট—হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করেন তিনি। তৃতীয় দিনে ফিরে নেন আরও তিন উইকেট। সকালে ভূমিকম্পের কারণে তিন মিনিট খেলা থামার পর ৫৯তম ওভারে বোলিংয়ে এসে তিন বলের ব্যবধানে ফেরান স্টিফ্যান ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রাইনকে। পরে ম্যাথু হামফ্রিসকে ফিরিয়ে আইরিশদের ইনিংস শেষ করেন।

তাইজুল ১০১ ইনিংসে এসে সাকিবের রেকর্ড ছুঁলেন, যেখানে সাকিবের লেগেছিল ১২১ ইনিংস। শীর্ষ তালিকায় মেহেদী হাসান মিরাজ ২০৯ উইকেট নিয়ে তৃতীয়, এরপর আছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক (১০০ উইকেট) ও একমাত্র পেসার মাশরাফি বিন মুর্তজা (৭৮ উইকেট)।

মুশফিকুর রহিমের শততম টেস্টে বাংলাদেশের বোলাররা দাপুটে পারফরম্যান্স দেখান। তাইজুলের ৪ উইকেটের সঙ্গে হাসান মুরাদ ও খালেদ আহমেদের মিলিত চার উইকেটে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অল আউট হয় ২৬৫ রানে। তবে ২১১ রানের লিড থাকলেও ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G