সিলেটের জঙ্গি আস্তানার ভবনের নিচতলায় আগুন

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি:

সিলেটের শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকেল পৌনে ৪টার দিকে দূর থেকে ধোঁয়া দেখতে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ১০ থেকে ১২ মিনিট পরই আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ঐ ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ করে।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জেদান আল মুসা বলেন, ‘আতিয়া মহল থেকে কিছুটা দূরে অবস্থান করছি। সেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে।’

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্যাসের শেল নিক্ষেপের পর এ আগুনের সূত্রপাত।

গত বৃহস্পতিবার আতিয়া মহলে ‘জঙ্গি’ আছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ঐ ভবন ঘিরে অভিযান চলছে। বর্তমানে চলছে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট। এতে দুই জঙ্গি নিহত হয় বলে জানানো হয়। এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G