স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোই অনেক উত্তম: অমিত হাসান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

20130522-amitবাংলা চলচ্চিত্রের নামকরা অভিনেতাদের একজন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

সম্প্রতি নির্বাচনে জয়লাভ, অভিনয়, বর্তমান ব্যস্ততাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আজকের এ বিভাগের অতিথি চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান।

প্রশ্ন: কেমন আছেন?
অমিত হাসান: (বেশ চওড়া একটি হাসি দিয়েই বললেন) বেশ ভালোই আছি।

প্রশ্ন: স্বতন্ত্রপ্রার্থী হিসেবে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া ব্যাপারটি ঠিক কেমন ছিল?

অমিত হাসান: আমি যখন নমিনেশন নেই তখন সমস্ত শিল্পীদের সঙ্গে আগে কথা বলেছি। তারা আমাকে বলেছে আহমেদ শরীফ প্যানেলটা বেশ শক্তিশালী না। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে দাঁড়ানোর চেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দাঁড়ানোটাই অনেক উত্তম। বরং তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে দাঁড়ালে আমি এখন যে ভোট পেয়েছি তখন আমি সে ভোটগুলোও পেতাম না। সবাই আমাকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দাঁড়াতে বেশ সাহস দিল।

এবং আমিও এ পদের জন্য নির্বাচন করলাম। সর্বশেষ সব আশঙ্কা দূর করে দিয়ে জয়ী হলাম। তবে আমি মনে করি সব কৃত্বিত্ব শিল্পীদের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেছে। আর একটি বিষয় হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এত বেশি ভোট পেয়ে এর আগে কেউ নির্বাচিত হন নি।

প্রশ্ন: পরিকল্পনার প্রথমদিকে কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে আপনারা কাজ করবেন?

অমিত হাসান: যদি দেশের অবস্থা ভালো হয়। তাহলে আমরা খুব শিগগিরই একটি পিকনিকের আয়োজন করব। শিল্পী সমিতি এবার প্রথমবারের মত ভালাবাসা দিবসে শিল্পীদের পরিবারের লোকজনদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করব। নির্বাচনের আগে আমি বলেছিলাম, ব্যাংকে একটি স্থায়ী অ্যাকাউন্ট করে ৫০ লাখ টাকা জমা রাখা হবে। জমাকৃত টাকার লভ্যাংশ শিল্পীদের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। সেই কাজও চলছে। আর একটি বিষয় হল শিল্পী সমিতির যেসব কর্মকাণ্ড সংগঠনের আওতার বাইরে ছিল সেগুলোকে আমরা সাংগঠনিক কার্যক্রমের মধ্যে আনার চেষ্টা করছি।

আমরাতো সবে মাত্র দায়িত্ব নিলাম কাজগুলো গুছিয়ে নিতেতো আমাদের একটু সময় লাগবে। গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে প্রাধান্য দিয়ে শিল্পীদের অধিকার বাস্তবায়নে আমরা সামনে এগুচ্ছি। আর একটি বিষয় যাদের বাংলা চলচ্চিত্রে অবদান রয়েছে যেমন ধরেন মান্না ভাই, জসিম ভাই, সালমান ভাই সহ আরও যারা রয়েছেন তাদের জন্য প্রতিবছর একটি স্মরণ সভার আয়োজন করার একটি পরিকল্পনা রয়েছে।

প্রশ্ন: বর্তমান সময়ে আপনার অভিনয়ের ব্যস্ততা কি নিয়ে?

অমিত হাসান: বর্তমানে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে মমতাজুর রহমান আকবরের মাই ডার্লিং, বোঝে না সে বোঝে না। এছাড়াও এম এ রহিমের রংবাজি, ইফতেখার চৌধুরির অগ্নি-২, শফিক হাসান এর রিয়েলম্যান, সোহেল আরমান এর এইতো প্রেম, তন্ময় তানসেন এর পদ্ম পাতার জল, নজরুল ইসলাম বাবুর চিনি বাবু চলচ্চিত্রের অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি।

প্রশ্ন: চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আপনিতো নাটকেও অভিনয় করছেন-

অমিত হাসান: আমিতো মূলত চলচ্চিত্র অভিনেতা। নাটকে অভিনয়ের বিষয়টা অনেকটা ঈদ কেন্দ্রীক। আমি বড় পর্দায় অভিনয় করে অভ্যস্ত। আর আমি চাই দর্শকরা আমাকে সবসময় বড় পর্দায়ই দেখুক। তারপরও এ পর্যন্ত প্রায় ১৪-১৫টি নাটকে আমি অভিনয় করেছি। তবে আমার ইচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করার।

প্রশ্ন: ভবিষ্যতে চলচ্চিত্র বা নাটক প্রযোজনা অথবা পরিচালনা করার ইচ্ছে আছে কিনা?

অমিত হাসান: অভিনয়ের সঙ্গে যেহেতু রয়েছি প্রযোজনাতো করছিই। আমার প্রযোজনায় শাহীন সুমনের পরিচালনায় মে মাসের দিকে নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর পরিচালনাতো অনেক বড় ব্যাপার। আমাকে এথনও আর অনেক কিছু শিখতে হবে। অনেক টাকার একটি ব্যাপারও রয়েছে। তবে ভবিষ্যতে পরিচালনার মত গুরুত্বপূর্ণ একটি কাজ করার ইচ্ছে আমার রয়েছে।

প্রশ্ন: অভিনেতা অমিত হাসান হিসেবে বাংলা চলচ্চিত্রের কোন দিকটার পরিবর্তন চান?

অমিত হাসান: পরিবর্তনতো চাই অনেক কিছুর। প্রথমত হলের পরিবেশ ঠিক করতে হবে। যাতে পরিবার নিয়ে হলে গিয়ে সবাই ছবি দেখতে পারে। তারপর ডিজিটাল সাউন্ড এর ব্যবস্থা করতে হবে। দর্শকরাতো বেশ আধুনিক হয়ে গেছে। মোটকথা টেকনোলজির দিক থেকে বেশ বড় একটি পরিবর্তন হওয়া চাই। এফডিসিতে বেশকিছু আধুনিক যন্ত্রপাতি পড়ে আছে। সেগুলোর ব্যবহারও করা হয়না। এফডিসির আগেরমত সরগরম অবস্থায়ও নেই। সর্বোপরি বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক।

প্রশ্ন: আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
অমিত হাসান: আপনাকেও ধন্যবাদ।

 

সূত্র: বাংলামেইল২৪ ডটকম

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G