হাওরের সংকটে ঐক্যের আহ্বান

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৭ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন

হাওরাঞ্চলের দুর্যোগকে জাতীয় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় জাতীয় ঐক্যের মাধ্যমে জরুরি পদক্ষেপ নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেন।

পাল্টাপাল্টি অভিযোগ বন্ধ করে ঐক্যবদ্ধভাবে হাওরবাসীর পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘এটা আমাদের একটা জাতীয় সংকট। জাতীয় সংকট মোকাবিলার জন্য প্রয়োজন হয় জাতীয় ঐক্য। এটাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না বিচার করে, পাল্টাপাল্টি দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করা দরকার। সব তথ্য একত্র করা দরকার। সব ধরনের গঠনমূলক প্রস্তাব সামনে আনা দরকার।’

এছাড়া তিনি আগাম বন্যারোধে হাওরগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী ও খাল খননে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

তিনি হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা এবং জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন এবং হাওরাঞ্চলের সংকট থেকে উত্তরণের জন্য বিশিষ্ট নাগরিক এবং বিশেষজ্ঞদের সহায়তা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G