৬ পোশাক কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

posakক্রেতা সংগঠন অ্যালায়েন্সের মতে, দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে সব ধরনের নিয়ম কানুন মানা হচ্ছে না। এ কারণে দেশের পোশাক কারখানাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। তবে যারা অ্যালায়েন্সের পরিকল্পনায় পোশাক কারখানায় পুরোপুরি সংস্কার কাজ করেছে এবার তাদের মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ছয়টি কারাখানা।

অ্যালায়েন্স প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি এ কথা জানিয়েছেন।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে- অপটিমাম ফ্যাশনস, গ্রিন টেক্সটাইল, কুন টং অ্যাপারেলস, লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, লেনি অ্যাপারেলস এবং ইউনিভোগ লিমিটেড।

সংবাদ সম্মেলনে অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি বলেন, সংগঠনটির সদস্য কারখানাগুলো শতভাগ পরিদর্শন করা হয়েছে। এসব কারখানা ভবনের অবকাঠামো উন্নয়নে, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তামূলক ছোট ও বড় ধরনের সমস্যা দেখা গেছে। তবে এসব কারখানাগুলো অ্যালায়েন্সের দেয়া পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ছয়টি কারখানা সব ধরনের ত্রুটি সংস্কার করেছে। ফলে এসব কারখানা সর্বোচ্চ আন্তর্জাতিক মান অর্জন করেছে।

অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বলেন, অ্যালায়েন্সের সদস্য কারখানার সংখ্যা ৭৯০। এর মধ্যে সক্রিয় আছে ৬৬২টি। আর প্রথম সংস্কার যাচাই পরিদর্শন (আরভিভি) সম্পন্ন হয়েছে ৫২৮টি কারখানার। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কারখানার মধ্যে প্রথমে আটটি কারখানায় চূড়ান্ত পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ছয়টি কারখানা ত্রুটিমুক্ত সংস্কার হয়েছে বলে দেখা গেছে। এ ছয়টি কারখানাই আন্তর্জাতিক মান অর্জনের সনদ পাবে। যত তাড়াতাড়ি সম্ভব এসব কারখানাগুলোকে এই স্বীকৃতি সনদ দেয়া হবে। উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি এই স্বীকৃতি সনদ দেবে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G