ইতিহাসে আজকের দিনঃ ৩১ জুলাই

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

itihasপ্রতিটা দিন ইতিহাসের সাক্ষি হয়ে আছে মানব সভ্যতার জন্য। আর ইতিহাসের প্রতি দিনের ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রতিক্ষণের ধারাবাহিক আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
• ১৮৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি বরিসন, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৫০ তম প্রধানমন্ত্রী।

• ১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রেমচাঁদ, তিনি ছিলেন ভারতীয় হিন্দি ও উর্দু ভাষার অন্যতম সফল সাহিত্যিক।

• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিল্টন ফ্রিড্ম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডি. বয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেস নটেবোম, তিনি ছিলেন ডাচ সাংবাদিক, লেখক ও কবি।

• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট কক্স মার্টন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জে. কে. রাউলিং, তিনি নোবেল ইংরেজ লেখক।

• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডীন কেইন, তিনি একজন মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছন।

• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস মারচেনা, তিনি স্প্যানিশ ফুটবলার।

• ১৮৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ড্রু জনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।

• ১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্ৎস লিস্ট, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক ও একজন সংগীতজ্ঞ।

• ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উধাম সিং, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও
অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী।

• ১৯৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্টইনে ডে সাইন্ট-এক্সুপের য়, তিনি ছিলেন ফরাসি পাইলট ও কবি।

• ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিএত্রিক্ষ লেহম্যান, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী, থিয়েটার পরিচালক ও লেখক।

• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ রফি, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী।

• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ত্রিনিডাড সিলভা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ববি রবসন, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান সাংবাদিক, লেখক ও চিত্রনাট্যকার।

• ১৯১১ সালে বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম।

• ১৪৯৮ সালে ক্রিস্টোফার কলোম্বাস ত্রিনিদাদে উপস্থিত হন।

• ১৬৫৮ সালে সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন ও সমাবর্তন উৎসব সম্পন্ন করেন।

• ১৯৫৪ সালে ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।

• ১৯৯১ সালে সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G