ড. ইউনুসকে নিয়ে কেন এত ষড়যন্ত্র?
শারামিন আকতার
“জুলাই বিপ্লব…
এটা কেবল একটা আন্দোলন নয় —
এটা ছিল একটা জাতির আর্তনাদ।
আমরা চিৎকার করে একটা নেতৃত্বকে ডেকেছিলাম। কোনো রাজনৈতিক নেতাকে নয়।
আমরা কেউ রাজনীতিবিদ চাইনি, চেয়েছিলাম এমন একজনকে
যিনি দেশটাকে ভালবাসবেন,তাঁর আপন হাতের ছোঁয়ায় সুন্দর করে তুলবেন। আমরাও এগিয়ে যাবো তাঁর হাত ধরে। এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। যখন এই
স্বপ্নে আমরা বিভোর ঠিক তখন বলতে পারেন, কাঙ্খিত সেই মানুষটিকে পেয়েও গিয়েছিলাম।
বলছিলাম বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নবেল লরিয়েট প্রফেসর ড. মোহাম্মাদ ইউনুসের কথা। যাকে নতুন করে চেনানোর কিছু নেই।
পুরো বিশ্ব আমাদের চেনে এই নোবেল বিজয়ীর নামেই।
কিন্তু আজ তিনি ষড়যন্ত্র, অপমান আর পাহাড়সমান চাপের নিচে দাঁড়িয়ে। জুলাই বিপ্লবের পর আমরা অনেক আশা করে এদেশের সম্পদ এদেশের গর্ব নোবেল বিজয়ী ড. ইউনুসকে ডেকে নিয়ে এসেছিলাম। আর আজ আমরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি।
বলতে পারেন, কেন? কোন অপরাধে?
ভিডিও দেখতে চাইলে ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রতিক্ষণে-
——————————–