আইপিএল নিলাম : সাকিব-লিটনকে কেকেআর কিনেছে

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২২ সময়ঃ ১২:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের দুই অধিনায়ককে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেওয়া লিটন দাসকে দলে নিল কেকেআর। শুক্রবার আইপিএলের নিলামের প্রথম দফায় অবশ্য দুই ক্রিকেটারই অবিক্রিত ছিলেন।

সাকিব অবশেষে আইপিএলে দল পেলেন। বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের নাম ডাকা হলেও প্রথম দফায় আগ্রহ দেখায়নি আইপিএলের কোনও ফ্রাঞ্চাইজ়ি। আগের বারও আইপিএলের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি নেয়নি সাকিবকে।

যদিও শেষ বেলায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে তুলে নিল কলকাতা ফ্যাঞ্চাইজ়ি। কেকেআর দলে নিল বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটনকেও। দু’জনকেই তাঁদের ন্যূনতম দামে কিনেছে কলকাতা। সাকিবকে ১ কোটি ৫০ লাখ টাকায় এবং লিটনকে ৫০ লাখ টাকায় কিনল দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সাকিবকে পাওয়ায় কেকেআরের ভারসাম্য বাড়বে বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, লিটন উইকেট রক্ষার পাশাপাশি ব্যাট হাতে দলের ইনিংস ওপেন করতে পারেন।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজ়ি। তাঁর ন্যূনতম দাম ছিল ৫০ লাখ টাকা। উল্লেখ্য, আন্তর্জাতিক সূচির জন্য বাংলাদেশের ক্রিকেটাররা এ বার পুরো আইপিএল খেলতে পারবেন না। সে কারণেই সাকিব, লিটনদের দলে নিতে তেমন আগ্রহী দেখায়নি ফ্র্যাঞ্চাইজ়িগুলি। তা ছাড়া গত এক বছর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সও তেমন উল্লেখযোগ্য নয়। যদিও হাতে টাকা কম থাকা কেকেআর শেষ বেলায় বাংলাদেশের দুই ক্রিকেটারকে তুলে নিয়ে দলের শক্তি বাড়িয়ে নিল।

শুক্রবারই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুক্রবার চার উইকেট নিয়েছেন ৩৫ বছরের অলরাউন্ডার।। তবু আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজ়ি প্রথম দফায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ২০০৯ এবং ২০১০ সালের আইপিএল নিলামেও দল পাননি শাকিব।

২০১১ থেকে ২০১৭ এবং ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন শাকিব। ২০১৮ এবং ২০১৯ মরসুমে শাকিব ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার। ২০২১ সালে শাকিব নিজের ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। তাঁকে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সালের নিলামে প্রথম বার তাঁকে ৩ কোটি ৫০ লাখ টাকায় দলে নেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজ়ি। ২০১৪ সালের নিলামে তাঁকে আবার দলে নেয় কলকাতা। সে বারের নিলামে শাকিবের দাম উঠেছিল ২ কোটি ৮০ লাখ টাকা। ২০১৭ সালের পর শাকিবকে কলকাতা ছেড়ে দেওয়ার পর ২০১৮ সালের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G