আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটাররা এবং জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

তিনি জানান, এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামের একটি অ্যাপ তৈরির কাজ চলছে, যার মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটাররা সহজেই ভোট দিতে পারবেন।

 

সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দেন সিইসি। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে উৎসাহিত করেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতি, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও তাঁদের ভোট প্রদানের প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন।

 

প্রবাসীরা সিইসির কানাডা সফর এবং সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এ ধরনের উদ্যোগের জন্য কনস্যুলেটের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন পেশাজীবী প্রবাসীরা, যাঁদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G