আজ থেকে পদ্মাসেতুর ট্রেনের ‘ট্র্যাক কার’ পরীক্ষা শুরু

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মাসেতুর প্রায় ৩২ কিলোমিটার নতুন ট্রেনের পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ আজ থেকে শুরু হবে। প্রথমবারের মতো এই পুরো পথে ট্রেন চালিয়ে পর্যবেক্ষণ করবে রেল কর্তৃপক্ষ। ট্রেন সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মাসেতু পর্যন্ত। আজ মঙ্গলবার সকালে পদ্মাসেতু ট্রেন সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা (সেকশন-২) অংশের স্টেশন ইনচার্জ অফিসার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ এ তথ্য জানান।

অন্যদিকে ভাঙ্গা থেকে পদ্মাসেতু পর্যন্ত ৩২ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার পাথরবিহীন ও ২৮ কিলোমিটার পাথরসহ রেললাইন বসে গেছে। এ রেললাইন ভাঙ্গার পুরোনো রেললাইনের সঙ্গে সংযুক্ত।

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পদ্মা রেলওয়ে সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক কারটি পৌঁছানোর কথা রয়েছে। কয়েক দিন আগে এ পথের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার চীনের তৈরি একটি গ্যাঙকার পরীক্ষামূলক চালানো হবে। কিছুটা ধীরগতিতে ট্র্যাক কার চালিয়ে দেখা হবে। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে সেটি পদ্মাসেতুর ভায়াডাক্টে (সংযোগ সেতু) পৌঁছাবে।

২০৩ সালের জুনে পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের টার্গেট করেছে সরকার। মাওয়া রেল স্টেশনের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ ও জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের কাজের অগ্রগতি ৭৭ ভাগের বেশি। তবে রাজধানী থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G