আবারও আইসিসি ভারতকে অবৈধ-বাড়তি সুবিধা দিয়েছে

প্রথম প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৯:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

জহির ভূইয়া

কাল টি২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এর আগেই সেই পুরাতন কাজ গুলো আবারো শুরু করে দিয়েছে ভারতীয় শিবির। এর সঙ্গে যোগ আছে আইসিসি। কাল বাংলাদেশ সময়ে দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ। এর আগেই আইসিসি সরাসরি ভারতীয় ক্রিকেট দলকে অনৈতিক ভাবে নিয়ম ভেঙ্গে সুবিধা দিয়েছে আজ।

দুর্বল দল পেলেই ভারতীয় ক্রিকেট দল আইসিসিতে নিজেদের ক্ষমতা কাজে লাগানোর নজির নতুন কিছু নয়। ম্যাচের আগে কোন দলের সেন্ট্রাল উইকেট দেখার নিয়ম নেই। সেটা আইসিসি আইনে লেখা থাকলেও ভারতের জন্য প্রযোজ্য নয়। উইকেটে দেখে আগে ভাগে ভারতীয় দল একাদশ তৈরিতে জন্য অতিরিক্ত সময় হাতে পাছে, সেটাই আইসিসি করেছে।

দুই দল আজ এ্যাডিলেইড ভেন্যুতে অনুশীলনে যায়, অনুশীলনও হয়েছে। এরপর ছিল দুই দলের সংবাদ সম্মেলনের পর্ব। কিন্তু সংবাদ সম্মেলন কাভার করতে যাওয়া বাংলাদেশী সাংবাদিকদের চোঁখে পড়ে আইসিসি নিয়ম ভেঙ্গে মাঠের ভেতরে সেন্ট্রাল উইকেটের কাভার তুলে ভারতীয় কোচ রাহুল ও ভারতীয় টিম ম্যানেজম্যান্টকে উইকেট দেখার সুযোগ করে দিয়েছে।

প্রতি বারই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে (আইসিসি ইভেন্টে) আইসিসি ভারতীয়দের এমন অবৈধ সুযোগ দিয়ে
ভারতীয় কোচের উইকেট দেখার পর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব উইকেট দেখতে চাইলে তাঁকে আটকে দেয়া হয়।
যদিও বিসিবির পক্ষথেকে আইসিসির কাছে কোন প্রতিবাদের খবর জানা যায়নি।

২০১৫ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপে ভারতের বিপক্ষে কিভাবে পক্ষপাতিত করেছে আইসিসির আম্পায়ার প্যানেল সেটা পুরো বিশ্ব ক্রিকেটে দেখেছে। এবার ২০২২ সালের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে একই ঘটনা ঘটিয়েছে ভারত ও আইসিসির কর্মকর্তারা।

এর মানে বাংলাদেশের প্রতিপক্ষ কেবল ভারতীয় ক্রিকেট দলই নয়, সঙ্গে আইসিসিও বাংলাদেশের জন্য একটি প্রতিপক্ষ।

সূত্র : বাংলাদেশী সংবাদ মাধ্যম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G