আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির সাজা মওকুফ

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০২৬ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির শাসকদের বিশেষ ক্ষমার আওতায় ৪৪০ জন বাংলাদেশি বন্দি মুক্তির সুযোগ পেয়েছেন। এই উদ্যোগকে আমিরাতের মানবিক ও সহানুভূতিশীল রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ইদ আল ইতিহাদ’ উদযাপনের অংশ হিসেবে ২০২৫ সালে বিভিন্ন দেশের হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

আমিরাতে জাতীয় দিবস, ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাষ্ট্রীয় উপলক্ষে প্রতিবছর এমন ক্ষমা কর্মসূচি চালু থাকে। এর মূল লক্ষ্য দণ্ডপ্রাপ্তদের নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া এবং পরিবারে ফেরার পথ সহজ করা।

এই ক্ষমার ফলে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিরা আবারও সমাজে ফিরে স্বাভাবিক জীবন গড়ে তোলার সুযোগ পাচ্ছেন, যা তাদের পরিবারগুলোর জন্যও স্বস্তির খবর।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়, যা ১৯৭১ সালে সাতটি আমিরাতের ঐক্যের স্মারক হিসেবে উদযাপিত হয়ে আসছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G