৯২ বছরের ইতিহাস, আরব বিশ্ব মরক্কোর জয় উদযাপন করেছে

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০২২ সময়ঃ ৭:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

পর্তুগালের বিরুদ্ধে মরক্কোর ঐতিহাসিক ১-০ ব্যবধানে জয় কাসাব্লাঙ্কা থেকে বাগদাদ পর্যন্ত উদযাপনের উপলক্ষ][; জন্ম দিয়েছে।

অ্যাটলাস লায়ন্স পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করার পর মরক্কোর বিশ্বকাপের রূপকথা ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে চলেছে।

আরব বিশ্বে শনিবারের জয়টি বিশেষভাবে মধুর মনে হয়েছে। মরক্কোর অগ্রগতি প্রথমবারের মতো কোনো আরব বা আফ্রিকান দেশ বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে শেষ চারে পৌঁছেছে।

পশ্চিম মরক্কোর একটি বন্দর শহর কাসাব্লাঙ্কা, আনন্দের দৃশ্য প্রত্যক্ষ করেছে। লোকেরা তাদের দেশের অসাধারণ বিজয় উদযাপন করতে রাস্তায় নেমে এসেছিল।

“আল জাজিরার নিকোলাস হক ক্যাসাব্লাঙ্কা থেকে রিপোর্ট করছেন, “মরক্কোর বিজয়ের পর লোকেরা নাচছে, উদযাপন করছে এবং এটি সারা রাত ধরে চলতে থাকে।

যদিও হাজার হাজার মরক্কোর ভক্তরা এটলাস লায়নদের উল্লাস করার জন্য কাতারে ভ্রমণ করেছেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G