ইংলিশ ক্রিকেট দলে নামাজ নিয়ে মঈনকে কেউ কিছু বলেনি

প্রথম প্রকাশঃ নভেম্বর ১০, ২০২২ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রীড়াঙ্গন জুড়েই অমুসলিম দেশ ‍গুলোতে নামাজী খেলোয়াড়দের হাজারো সমস্যার সম্মুৃখিন হতে হয়। জার্মানী জাতীয় ফুটবল দল থেকে তো এক তারকা ফুটবলার বাদই পড়ে গেলেন। অনেকে আবার জাতীয় দলে সুযোগ থাকলেও নামাজের কারণে নির্বাচকদের দৃষ্টির বাইরেই থেকে যান।
কিন্তু মুসলমান হয়ে নামাজের কারণে কোন সমস্যা আজও হয়নি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা মঈন আলীর। ১২১টি ওডিআই আর ৭০টি টি২০ খেলা মঈন আলী আজ নিজের নামাজ প্রসঙ্গে খেলা মেলা বক্তব্য দিয়েছে ফেসবুক পেজে।
তিনি ইংল্যান্ডের মুসলিম তারকা ক্রিকেটার বলেছেন ব্রিটিশ রেডিওতে তিনি নামাজ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। কারণ রেডিওতে তাঁকে নামাজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
মঈন আলী লিখেছেন- যখন নামাজের সময় হয় আমি ফিল্ডিং অথবা বোলিং এ থাকা অবস্থায় নামাজের জন্য চলে যাই।
এতে আজ পর্যন্ত কোনো খেলোয়াড় (অধিনায়ক) আমাকে কিছু বলেনি। বরং নামাজের সময় হলে অধিনায়ক আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমাকে নামাজের কথা মনে করিয়ে দেয়.! আলহামদুলিল্লাহ।
সূত্র : ফেসবুক

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G