ইংল্যান্ডের বাংলাদেশ মিশনে হাদির ভাইয়ের নিয়োগ
যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ওমর বিন হাদি। তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ সংশ্লিষ্ট শাখা থেকে বৃহস্পতিবার জারি করা এক সরকারি আদেশে এই নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
নিয়োগ আদেশ অনুযায়ী, যোগদানের দিন থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, এই সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওমর বিন হাদির ভাই শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পুরানা পল্টনে এক সশস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ডিসেম্বর মাসে তিনি মৃত্যুবরণ করেন।
এই নিয়োগকে ঘিরে প্রশাসনিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও সরকারিভাবে বিষয়টিকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
প্রতি /এডি /শাআ










