ইতালীয় ক্যাথেড্রালের সিঁড়িতে নগ্ন পর্যটকদের ফটোশুট! (ভিডিও)

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ পূর্বাহ্ণ

রোমের স্প্যানিশ ধাপে গাড়ি চালানো থেকে শুরু করে ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে সার্ফিং করা এবং ভ্যাটিকানে ভাস্কর্য ভাঙা পর্যন্ত, এই গ্রীষ্মে কিছু পর্যটক ইতালিকে তাদের ব্যক্তিগত বেড রুমের মতো ব্যবহার করছে।

আমালফি উপকূলে তিনজন দর্শনার্থীকে “অশ্লীল কাজের” জন্য অভিযুক্ত করা হবে বলে মনে হচ্ছে। কারণ একজন মহিলা নগ্ন ফটোশুট করতে গিয়ে ধরা পড়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহিলাটি ক্যামেরায় ধরা পড়েন স্থানীয়দের হাতে। ক্যাথিড্রালের দরজার  সামনের অংশ একটি লাল লম্বা কাপড় দিয়ে ঢেকে ছবি তোলা হয়েছে।

https://www.facebook.com/watch?v=1455001414987144

ইতালির শিল্প ইতিহাস-বিদ এবং লেখক লরা থায়ের সিএনএনকে বলেছেন, ফটো শ্যুটের ঘটনা বিশেষভাবে ক্ষতিকারক ছিল। চার্চে যা ঘটেছিল সেটিই মর্মান্তিক ঘটনা।”

সূত্র : সিএনএন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G