ইমরান খানের উপর হামলার দায় চেপেছে পাক প্রধানমন্ত্রীর উপর

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

বৃহস্পতিবার বিকালে পাকিস্তানের ওয়াজ়িরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে ‘লং মার্চ’ করছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পায়ে গুলি লাগে ইমরানের। গ্রেফতার করা হয়েছে এক হামলাকারীকে।

কিন্তু এ দায় এখন পড়েছে পাক প্রধানমন্ত্রীর উপর, এ দাবী করেছে ভারতের শীর্ষ অন লাইন পত্রিকা আনন্দ বাজার। তবে পত্রিকাটি বিস্তারিত কোন ব্যাখা দেয়নি।

তবে আনন্দ বাজার উল্লেখ করেছে ইমরান খানের উপর যে হামলা হতে পারে, তা নাকি আগে থেকেই আন্দাজ করেছিল পুলিশ। পত্রিকাটির ভাষ্য মতে, আগে থেকেই নাকি সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু তারপরও বিপদ এড়ানো গেল না। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।

ইমরানের উপর হামলার বিষয়ে গুজরনওয়ালা সিটি পুলিশের তরফে ১ নভেম্বরই সতর্কতা জারি করা হয়েছিল। এই সতর্কতায় জানানো হয়েছিল যে, গুজরনওয়ালায় লং মার্চ করে প্রচার চালানোর সময় হামলা হতে পারে ইমরানের উপর।

তাই নিরাপত্তা আরও বাড়ানো দরকার। পাশাপাশি ইমরান যে গাড়িতে চড়ে প্রচার চালাবেন, তাতে বুলেট প্রতিরোধক বর্ম এবং তাঁর সামনে বুলেট প্রতিরোধী কাচ লাগানোর পরামর্শও দেওয়া হয়েছিল।

সূত্র : আনন্দ বাজার

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G