ইরানী পুলিশের গুলিতে নিহত আট, আহত বহু

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৪ পূর্বাহ্ণ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, হিজাব-বিরোধী জমায়েতের উপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোর ফলে আট জন নিহত এবং বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ইরানে হিজাব-বিরোধী আন্দোলনে গুলি চালানোর ফলে বুধবার থেকে নতুন করে অন্তত আট জন বিক্ষোভকারী মারা গিয়েছেন। এমনটাই জানিয়েছে মানবাধিকার অসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বুধবার মাহশার মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে তাঁরই শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁরা হিজাব নিয়ে সরকারের কট্টর মনোভাবের বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি মাহশার জন্য শোকজ্ঞাপনও করছিলেন। সেই জমায়েতেই গুলি চালায় সরকারের সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘‘ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে বুধবার রাত থেকে অন্তত আট জন নিহত হয়েছেন। নিহতদের সকলেই মাহশার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেছিলেন। পাশাপাশি, তাঁর মৃত্যুর প্রতিবাদ করতে মাহশার শহরেই জড়ো হয়েছিলেন।’’

ইরান সরকার আগ্নেয়াস্ত্রের ‘বেপরোয়া এবং বেআইনি’ ব্যবহার করেছে বলেও এই মানবাধিকার সংস্থা সওয়াল তুলেছে।

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G