ইরান-ইইউ জর্ডানে পরমাণু চুক্তিতে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত 

প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০২২ সময়ঃ ১২:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ইরান-ইইউ সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও যোগাযোগ লাইন খোলা রাখা হবে বলে আজ এক ঘোষণা করা হয়েছে। তবে চুক্তির দিকে গুরুতর কোন অগ্রগতি নেই।

ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পররাষ্ট্র নীতি প্রতিনিধিরা জর্ডানে একটি বৈঠকের পর দেশটির ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নতুন করে অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আয়োজিত সহযোগিতা ও অংশীদারিত্বের জন্য বাগদাদ সম্মেলনের দ্বিতীয় বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং ইইউ ব্লকের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বসেছিলেন।

পারমাণবিক আলোচনায় ইরানের শীর্ষ আলোচক আলী বাগেরি কানি এবং ব্লকের সমন্বয়কারী এনরিক মোরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর বোরেল টুইটারে লিখেছেন এটি “ইরান-ইইউ সম্পর্কের অবনতি” এর মধ্যে একটি “প্রয়োজনীয়” আলোচনা ছিল।

জোসেপ বোরেল আরো লিখেছেন, “রাশিয়ার প্রতি অবিলম্বে সামরিক সমর্থন এবং ইরানে অভ্যন্তরীণ দমন-পীড়ন বন্ধ করার জন্য জোর দেওয়া প্রয়োজন। দুই পক্ষ যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা (জেসিপিওএ) পুনরুদ্ধারের লক্ষ্যে কথা বলতে সম্মত হয়েছে। কারণ পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে পরিচিত।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G