উত্তাপহীন ৯ম বিপিএল

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৬, ২০২৩ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

জহির ভূইয়া

অনেক প্রশ্ন আর জিজ্ঞাসার কারণে ৯ম বিপিএল প্রশ্নের মুখে। অনিয়ম আর মিস ম্যানেজম্যান্ট নিয়ে সমালোচনা আগে থেকেই ছিল। সে গুলো আরো উস্কে দিল সাকিবের বক্তব্য।

সাকিবের বক্তব্য যে সত্য তা আজ ৯ম বিপিএল উদ্বোধনের আগে দুপুর ১২টায় বোঝা গেল মিরপুর স্টেডিয়ামের গেইট গুলোর চিত্র দেখে।

বিপিএল মানে তো প্রচুর দর্শক, উচ্ছ্বাস আর গ্যালারি ভর্তি সমর্থক। কিন্তু সে দৃশ্য আজ শুধুই স্মৃতি।

মিরপুর স্টেডিয়ামে আজ দর্শক হাতে কড়ে গুনা যায়। এটাই ছিল বিপিএলে আজ চরম সত্য।

বিসিবির অব্যবস্থাপনা কতটা ভয়াবহ রুপ ধারণ করেছে তা বিচার করতে হলে বিপিএলে অনিয়ম আর অব্যবস্থাপনার তথ্য গুলো খতিয়ে দেখলেই সব পরিস্কার যাবে।

সত্য কথা গুলো সাকিব বলে দিয়েছে, এটাই বিসিবির কাছে সমস্যা। সত্য তো সত্যই, সাকিব বলুক বা অন্য কেউ।

কাউকে না কাউকে তো সত্যটা সামনে আনতেই হতো, সেটা না হয় সাকিবই করলেন। বিসিবির কাছে সাকিব মহা অপরাধী, কিন্ত সকলের কাছে নয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G