WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

এই গ্রহের ক্ষমতাশালী দশ মানুষ এই গ্রহের ক্ষমতাশালী দশ মানুষ

এই গ্রহের ক্ষমতাশালী দশ মানুষ

প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

mul khomotaএ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ কারা? এই প্রশ্নকে সামনে রেখে সব বিচার-বিশ্লেষণ করে ৭৩ জনের একটি তালিকা করেছে ফোর্বস৷ দেখুন কারা আছেন সেরা দশে৷

সবচেয়ে ক্ষমতাবান পুটিনkhomota 1
যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ‘ফোর্বস’-এর তালিকাটা দেখে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই হয়তো হতাশ হবেন৷ এবারও যে ফোর্বসের তালিকায় মার্কিন প্রেসিডেন্টকে সবার ওপরে দেখা হলো না! গত দু বছরের মতো এবারও আন্তর্জাতিক রাজনীতিতে ওবামাসহ সব বিশ্বনেতাকে ম্লান করার সুবাদে শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

দ্বিতীয় স্থানে ম্যার্কেলkhomota 2
শরণার্থীদের নিয়ে ইউরোপ বেশ বেকায়দায়৷ জার্মানিও খানিকটা সংকটে৷ এই সংকটের জন্য চ্যান্সেলর ম্যার্কেলকেই দুষছেন তাঁর জোট সরকারের অনেক মিত্র এবং বিরোধীপক্ষ৷ তবে বিশ্ব রাজনীতিতে ম্যার্কেলের অবস্থান এখনো সুদৃঢ়৷ তাই ফোর্বসের তালিকায় গত বছর হয়েছিলেন পঞ্চম আর এবার এক লাফে বারাক ওবামাকেও ডিঙিয়ে দ্বিতীয় স্থানে৷

ওবামার অবনমনkhomota 3
২০১১ এবং ২০১২ সালে ফোর্বসের তালিকার শীর্ষে ছিলেন বারাক ওবামা৷ কিন্তু তারপর থেকে পুটিনই এক নম্বরে৷ নিজের জায়গাটি পুটিন এখনো ধরে রেখেছেন৷ কিন্তু ৫৪ বছর বয়সি ওবামা দ্বিতীয় স্থানও ম্যার্কেলের কাছে হারিয়ে এখন তৃতীয়৷

পোপের প্রভাবও কম নয়khomota 4
বর্তমান বিশ্বে পোপ ফ্রান্সিসের প্রভাবও কম নয়৷ তাইতো ফোর্বসের সবচেয়ে ক্ষমতাশালীদের তালিকার চতুর্থ স্থানে শোভা পায় রোমান ক্যাথলিক চার্চের ধর্মগুরুর নাম৷

তারপর চীনের সর্বেসর্বাkhomota 5
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান – চীনের সবচেয়ে শক্তিধর তিনটি পদই আলোকিত করে রেখেছেন শি জিনপিং৷ ৬২ বছর বয়সি এই কমিউনিস্ট নেতাকে ফোর্বস রেখেছে পঞ্চম স্থানে৷

বিল গেটস ষষ্ঠkhomota 6
রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবে সবচেয়ে অগ্রসর মানুষদের এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন বিল গেটস৷ যুক্তরাষ্ট্রের এই বিজনেস ম্যাগনেট এই স্বীকৃতিটুকু পেতেই পারেন৷

ক্ষমতাধর আরেক নারীJanet Yellen
জ্যানেট ইয়েলেন আসলে অর্থনীতিবিদ৷ তবে এখন অন্য একটি পরিচয়ই বেশি পরিচিত৷ ৬৯ বছর বয়সি জ্যানেট এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপার্সন৷ ফোর্বসের তালিকায় সপ্তম স্থানটি তাঁর৷

আছেন ক্যামেরনkhomota 8
ঔপনিবেশিক শাসনের দিন গত হয়েছে সেই কবে, ব্রিটেনের সেই দাপট আজ আর নেই৷ তবে নেই নেই করেও কিছু তো থাকে! ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিশ্বের অষ্টম ক্ষমতাধর হতে পারা হয়তো তারই প্রমাণ৷

মোদীর প্রভাব বাড়ছেkhomota 9
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধীরে ধীরে নিজের প্রভাব বলয়কে বাড়িয়ে নিচ্ছেন৷ তাই হয়তো প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বছরেই ফোর্বসের তালিকার নবম স্থানে জায়গা করে নিতে পেরেছেন ৬৫ বছর বয়সি বিজেপি নেতা৷

বয়সে কম, ক্ষমতায় বেশিkhomota 10
সেরা দশের শেষ স্থানটি পেলেও ল্যারি পেজ কিন্তু প্রথম নয় জনের চেয়ে আলাদা৷ বয়স মাত্র ৪২ বছর৷ এ বয়সেই বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তিদের প্রথম সারিতে স্থান করে নিয়েছেন কম্পিউটার বিজ্ঞানী এবং গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা এই মার্কিন নাগরিক৷

ফোবার্সের পুরো তালিকার লিঙ্ক

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G