কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪

প্রকাশঃ অক্টোবর ৪, ২০২৫ সময়ঃ ১১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। তবে টানেলের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল জানান, পতেঙ্গা থেকে যাত্রী নিয়ে আনোয়ারার দিকে যাচ্ছিল বাসটি। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন আহত হন। তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারও অবস্থা গুরুতর নয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় টানেলের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল আলম বলেন, “টানেলের ভেতরে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G