কাতার বিশ্বকাপ : আজকের খেলা

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২২ সময়ঃ ৩:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

জমে উঠেছে কাতার বিশ্বকাপ ২০২২। ছোট দল গুলো কাঁপিয়ে দিচ্ছে বিশ্বখ্যাত পরাশক্তি দল গুলোকে।
সৌদি আরব ২-১ ব্যবধোনে আর্জেন্টিনাকে হারাবে! এটা কি কেউ ম্যাচের আগে কল্পনা করেছে। না-কি কেউ ভাবতে পেরেছে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে হারবে? না-কি কেউ চিন্তা করেছে জাপান ২-১ ব্যবধানে জার্মানির মতো পেশাদার দলকে হারাবে?

এবারের বিশ্বকাপের শেষ ১৬-তে প্রথম দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আগে ভাগেই টিকিট হাতে পেয়ে গেছে। তবে অন্য দুই পরাশক্তি ইংল্যান্ড আর জার্মানি শেষ ১৬-তে টিকিট পাবে কি-না সেটা এখনই বলার সময় আসেনি। শংকায় থাকা আর্জেন্টিনা আজ বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে আপাতত চিন্তা মুক্ত। পরের ম্যাচ এবং শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে, যদি শেষ ১৬-তে টিকিট পেতে হয়। আজ ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ড্র করে আশা টিকিয়ে রাখর। আসলে ২০২২ বিশ্বকাপ আসরে অনেক কিছুই অবাক করছে। ডিসেম্বরের ১৮ তারিখে ফাইনালের আগে আরো কত কি দেখা যাবে, কে জানে!

বিস্ময়ের এই বিশ্বকাপ আসরে আজ যারা মাঠে নামে তারা হলো –
২৮ নভেম্বর ২০২২
ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা (বাংলাদেশ সময়)

দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়)

ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা (বাংলাদেশ সময়)

২৯ নভেম্বর ২০২২ (মধ্যরাত)
পুর্তগাল নাম উরুগুয়ে, মধ্যরাত ১টা, (বাংলাদেশ সময়)

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G