কীভাবে হেলিকপ্টার ভাড়া করবেন?

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৯ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

সময় যত এগিয়ে যাচ্ছে মানুষের জীবন ধারাও পাল্টে যাচ্ছে। জরুরি প্রয়োজনে বা অধিক ব্যস্ততায় কর্ম ঘন্টা বাঁচানোর জন্য মানুষ এখন ঘন্টার পর ঘন্টা বসে না থেকে স্বল্প সময়ে দূরত্ব অতিক্রম করতে চায়। তাই মানুষ ঝুঁকছে হেলিকপ্টার ব্যবহারের দিকে। কিন্তু ব্যায় বেশি হওয়ায় এক সময় উঁচু শ্রেণীর মানুষেরাই শুধু হেলিকপ্টার ব্যবহার করতো। আর এখন ভাড়া হাতের নাগালে থাকার কারণে সব শ্রেণী-পেশার মানুষই জরুরি প্রয়োজনে এর বাহক হচ্ছে।

বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, যারা বাণিজ্যিকভাবে হেলিকপ্টার ভাড়া দেয়। এসব হেলিকপ্টার সাধারণত তিন থেকে সাতজন যাত্রী পরিবহন করতে পারে। কোম্পানিভেদে হেলিকপ্টার ভাড়ার তারতম্য রয়েছে। রয়েছে সেবার মান এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের তারতম্য। নিম্নে দেশের হেলিকপ্টার ভাড়া সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হলো-

হেলিকপ্টার ভাড়া পাওয়া যাবে যেসব প্রতিষ্ঠানে:

স্কয়ার এয়ার লিমিটেড:

এই কোম্পানিটির ছয়জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন বেল-৪০৭ হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। আর চারজন যাত্রী বহনে সক্ষম রবিনসন আর-৬৬-র ভাড়া প্রতি ঘণ্টায় ৭৫ হাজার টাকা। এ ছাড়াও হেলিকপ্টারের প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষমাণ চার্জ ছয় হাজার টাকা। সেই সঙ্গে প্রতি ফ্লাইটে ইনস্যুরেন্স খরচ হিসেবে গুনতে হবে দুই হাজার টাকা।

যোগাযোগের ঠিকানা: স্কয়ার এয়ার লিমিটেড স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন নম্বর: ০১৭১৩১৮৫৩৫২। web: http://www.squareair.com.bd/

সাউথ এশিয়ান এয়ারলাইন্স:

এই এয়ারলাইন্সটি সাধারণ কাজের জন্য ঘন্টায় ৫৫ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে। কিন্তু সিনেমার শুটিং, লিফলেট বিতরণসহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০ শতাংশ হারে বেশি। ভূমিতে অপেক্ষমাণ চার্জ প্রতি ঘণ্টার জন্য পাঁচ হাজার টাকা। এ ছাড়া পুরো খরচের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করতে হয়। এই কোম্পানি থেকে চাইলে নূন্যতম ৩০ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যায়। জ্বালানি খরচ, ইনস্যুরেন্সসহ বাকি সব কিছু কোম্পানিই বহন করে থাকে।

যোগাযোগের ঠিকানা: সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেড, টাওয়ার হেমলেট, ১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। ফোন নম্বর ০২-৯৮৮০৪৯৬। http://www.southasian-airlines.com/

সিকদার গ্রুপ:

সিকদার গ্রুপের তিনটি হেলিকপ্টার রয়েছে। এগুলো হল বেল-৪০৪, আর-৬৬ ও আর-৪৪। সাত সিটের প্রতিটি হেলিকপ্টারের ক্ষেত্রে ভাড়া ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। তিন সিটের ক্ষেত্রে ভাড়া ঘণ্টায় ৭২ হাজার টাকা। সঙ্গে ভ্যাট ১৫ শতাংশ যুক্ত করতে হবে। এই কোম্পানির হেলিকপ্টার গুলোতেও প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষমাণ চার্জ হিসেবে দিতে হবে সাত হাজার টাকা।

যোগাযোগের ঠিকানা: সিকদার গ্রুপ রাজ ভবন, দ্বিতীয় তলা, ২৯ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন নম্বর ৯৫৫০২৭১। www.rnraviation.com

ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড:

ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড ৬ আসনবিশিষ্ট ইসি ১৩০বি-৪ হেলিকপ্টার সর্বনিম্ন ১ ঘণ্টার জন্য ভাড়া নেওয়া যাবে। প্রতি ঘণ্টায় ভাড়া গুনতে হবে এক লাখ টাকা। সেই সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট। ভূমিতে প্রতি ঘণ্টার জন্য এরা চার্জ করে থাকে ৫ হাজার টাকা।

যোগাযোগের ঠিকানা: ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড, ৪০ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন নম্বর ০১৭২৯২৫৪৯৯৬। https://www.impressaviation.com/

বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেড:

বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের ছয় থেকে সাতজন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন বেল-৪০৭ হেলিকপ্টারের জন্য ভাড়া গুনতে হবে প্রতি ঘণ্টায় এক লাখ টাকা। আর তিনজন যাত্রী বহনে ক্ষমতা সম্পন্ন রবিনসন আর-৪৪-এর ভাড়া প্রতি ঘণ্টায় ৬০ হাজার টাকা। এই সব ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট সংযুক্ত করতে হবে।

যোগাযোগের ঠিকানা: বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেড, ৬৮/১ গুলশান এভিনিউ, গুলশান-১ ঢাকা। ফোন নম্বর ৯৮৮৫৭৭১-২, ৯৮৫৬৯৬৩-৪। http://phpfamily.co/bangla-international-airlines-ltd/

আরও কিছু কোম্পানি বাণিজ্যিক ব্যবহারের জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। সেসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- পিএইচপি গ্রুপ, বিআরবি কেবল, মেঘনা গ্রুপ, ইয়াং ইয়াং (আরিয়ান) গ্রুপ ও এমএস বাংলাদেশ প্রভৃতি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G