কুড়িগ্রামের ত্রিমোহনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৫ জন

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২২ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল হান্নানের নাম ঠিকানা পাওয়া গেলেও অন্যজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। হান্নান রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার মৃত নজীব হকের ছেলে।

আহতরা হলেন, পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আব্দুস সামাদ, সদর উপজেলার পলাশ বাড়ি এলাকার আনিছুর রহমান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার স্বপন, রংপুরের কাউনিয়া উপজেলার মিজানুর রহমান ও উলিপুর উপজেলার সাতদরগার এলাকার ওবায়দুল হক।

এর মধ্যে আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আমান এন্টারপ্রাইজ নামে নৈশকোচ। ত্রিমোহনীতে নৈশকোচটি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকাকে ঢুকে যায়। এ সময় সড়কের পাশের দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। তবে অটোরিকশায় যাত্রী ছিল না।

কুড়িগ্রাম সদর থানার এস আই জাহিদ জানান, ঘটনাস্থল থেকে ৬জনকে হাসপাতালে পাঠানো হয়। নৈশকোচটি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকানে ঢুকে যায়। দোকানসহ দুটি অটো দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবহন কুড়িগ্রাম সদর থানা হেফাজত রয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G