ক্যালিফোর্নিয়াতে ৪৮ হাজারেরও বেশি কর্মী বেতন বাড়াতে ধর্মঘট করছে

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৫:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ক্যালিফোর্নিয়ার ৪৮ হাজারেরও বেশি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে পড়েছে, বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতো বড় ধর্মঘটের ঘটনা ইতিহাসে সেরা বলে মনে করা হচ্ছে। অনেককে বাড়ী ভাড়ার জন্যও সংগ্রাম করেছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সিস্টেমের ৪৮ হাজার-টিরও বেশি একাডেমিক কর্মী ধর্মঘট করেছে। তারা বলেছে তারা অন্যায্য শ্রমের চায়, যা এখন খুবই কম মজুরি।

গবেষক, পোস্টডক্টরাল পণ্ডিত, শিক্ষক সহকারী এবং অন্যান্য কর্মচারীরা সোমবার পিকেট লাইনের দিকে অগ্রসর হন। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় একাডেমিক কর্মী ধর্মঘট হিসাবে বর্ণনা করা হয়েছে। এই পদক্ষেপটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি নেটওয়ার্ক এবং ২ লাখ ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থীর মধ্যে কার্যক্রম বন্ধ করবে বলে শংকা প্রকাশ করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক ছাত্রী, জান্না হায়দার, সান্তা বারবারার আল জাজিরাকে ফোনে বলেছেন, “আমাদের বস্তুগত অবস্থা এত দিন ধরে এতটাই খারাপ ছিল যে অনেকেরই বিশ্ববিদ্যালয়ের ধৈর্য শেষ হয়ে গেছে।”

হায়দার ইউনাইটেড অটোমোবাইল ওয়ার্কার্স ২৮৬৫-এর সান্তা বারবারা শাখার রেকর্ডিং সেক্রেটারি, একাডেমিক কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলির মধ্যে একটি। এতে বলা হয়েছে যে ৯৮ শতাংশ শ্রমিক নভেম্বরের শুরুতে ধর্মঘটের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন।

স্নাতকের আরেক ছাত্র হায়দার বলেন, “আমরা বছরে প্রায় ২৩ হাজার ডলার আয় করি এবং এটি ক্যালিফোর্নিয়ার অনেক অংশে বসবাসের অযোগ্য। আমি যখন বেতন পাই, তখন আমার বেতনের অর্ধেক অবিলম্বে আমার বাড়িওয়ালার কাছে চলে যায়। আমি মুদি কেনার জন্য আমার কার্ড সোয়াইপ করার সময় প্রার্থনা করতে অভ্যস্ত হয়ে গেছি।”

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান শ্রম অসন্তোষের সময়ে এই ধর্মঘটটি ঘটেছে। কারণ শ্রমিকদের বড় একটি অংশ অর্থনৈতিক ভাবে  লড়াই করছে। শ্রম পরিস্থিতির খারাপ, এর সাথে যোগ হয়েছে করোনা মহামারী।

শ্রমিকদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে স্নাতক-ছাত্র কর্মীদের জন্য বছরে কমপক্ষে ৫৪ হাজার ডলার বেতন এবং বার্ষিক জীবনযাত্রার ব্যয় কমানো। ইউনিয়নটি কাজের নিরাপত্তা বৃদ্ধি, প্রতিবন্ধী কর্মীদের জন্য বৃহত্তর সুবিধা এবং শিশুদের সহ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তার জন্যও আহ্বান জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G