গুলশান হামলায় তারকাদের নিন্দা

প্রথম প্রকাশঃ জুলাই ৩, ২০১৬ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ko

বাংলাদেশের সাধারণ জনগনের মতো সংস্কৃতি অঙ্গনের তারকাদের মনেও বেদনা ও ক্ষোভের জন্ম দিয়েছে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা। তারা এ নিয়ে সাংবাদিকদের কাছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

কন্ঠশিল্পী শাকিলা জাফরের ঘনিষ্ঠ এক বান্ধবী মারা গেছেন গুলশান হামলায়। এ নিয়ে বিপর্যস্ত তিনি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় কান্নার দমকে বন্ধ হয়ে আসছিলো তার গলা।

এ হামলায় মারা গেছে অভিনেতা আরেফিন শুভর এক বন্ধুও। তিনি বলেন, ‘কী বলব জানি না। গুলশানের ঘটনায় আমাদের খুব কাছের একজন বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষী মারা গেছেন। বাংলাদেশের অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত গুলশানে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে, এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। স্বাধীন ও সার্বভৌম দেশে আমরা সবাই কি তাহলে এতটাই নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছি? এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

অভিনেত্রী মেহজাবিন ফেসবুকে ইংরেজিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন এই লিখে যে, কোন স্থানে অবস্থানকালীন যাতে চেক ইন না দেওয়া হয়, বেশি ভিড়বাট্টা এঁড়িয়ে চলাই ভালো এবং নিজের ব্যক্তিগত তথ্য যেমন ন্যাশনাল আইডির নাম্বার, ঠিকানা প্রভৃতি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করা হয় প্রভৃতি।

অভিনেত্রী জয়া আহসান আই এম সেক্যুলার বাংলাদেশ লেখা সংবলিত ছবি পোস্ট করেছেন আর অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ গুলশান হামলায় নিহতদের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

এদিকে গুলশান হামলার ঘটনায় শোক প্রকাশ করতে ফাহমিদা নবী ও আঁখি আলমগীর নিজেদের ফেসবুক পেজে কালো ব্যাজ সংযুক্ত করেছেন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G