চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

প্রকাশঃ সেপ্টেম্বর ২৫, ২০১৭ সময়ঃ ১১:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর পদে জয় পেতে যাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল। বুথফেরত জরিপের ফলাফল তাই বলছে বলে জানিয়েছে বিবিসি।

জরিপে বলা হচ্ছে, মেরকেলের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউ ৩২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে।

এই জোটের আরেক দল সোশ্যাল ডেমোক্রেটিক এসপিডি পেয়েছে ২০ শতাংশ ভোট।

এ ছাড়া ডানপন্থী ইসলামবিরোধী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) পেয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ ভোট। এই দলটি জার্মানির তৃতীয় শক্তিশালী দল হিসেবেও আত্মপ্রকাশ করেছে।

গত বছর স্থানীয় বিভিন্ন নির্বাচনে কট্টরপন্থী দল এএফডি কাছে হেরে অনেকটা আশাহত হয়েছিলেন অ্যাঙ্গেলা মেরকেল। ২০১৫ সালে ১০ লাখের বেশি শরণার্থীর জন্য জার্মানির সীমান্ত খুলে দিয়ে চ্যান্সেলর যে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে পুঁজি করে আঞ্চলিক নির্বাচনগুলোতে এগিয়ে যায় এএফডি।

ঐ দলটির উত্থানে কমিউনিস্টশাসিত পূর্ব জার্মানিতে বড় হওয়া যাজকের মেয়ে মেরকেল পুনর্নির্বাচন করা নিয়েই সংশয়ে ছিলেন। তবে চলতি বছরে অভিবাসী ইস্যুকে নিয়ন্ত্রণে আনার পর আবার উঠেপড়ে লাগেন তিনি এবং অস্থিতিশীল বিশ্বে নিজেকে স্থিতিশীলতার কাণ্ডারি হিসেবে প্রমাণ করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G